Apan Desh | আপন দেশ

সিরিয়ায় ইসরায়েলি হামলা, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৪, ৯ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৫:৪৮, ৯ সেপ্টেম্বর ২০২৪

সিরিয়ায় ইসরায়েলি হামলা, নিহত ১৪

ছবি : সংগৃহীত

সিরিয়ার মধ্যাঞ্চলের হামা প্রদেশে ইসরায়েলি বিমান হামলায় ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৪৩ জন।

সোমবার (৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

তবে এ ব্যাপারে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সিএনএনকে জানায়, তারা বিদেশি গণমাধ্যমের প্রতিবেদনের ব্যাপারে কোনো মন্তব্য করে না।

সিরিয়ার জাতীয় হাসপাতালের পরিচালক ড. ফয়সাল হায়দার বলেন, হামা প্রদেশের মাসিয়াফ শহরে নিহতের সংখ্যা বেড়ে ১৪ হয়েছে। এ ছাড়া ৪৩ জন আহত অবস্থায় ভর্তি হয়েছেন। আহতদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক।

একটি সামরিক সূত্র সিরিয়ার সংবাদমাধ্যম সানাকে জানায়, গতকাল রাত সাড়ে ৮টার দিকে লেবাননের উত্তর–পশ্চিম দিক থেকে ইসরায়েলি সেনারা বিমান হামলা শুরু করে। তারা সিরিয়ার মধ্যাঞ্চলের কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এ সময় সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে সামরিক সূত্র দাবি করেছে।

সানার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় মাসিয়াফে অবস্থিত ওয়াদি আল-ইইউন মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের সময় কয়েক জায়গায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করছে। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়