ছাইল ছবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এখনো প্রায় দুই মাস বাকি। এর আগেই বিতর্কের জনমত জরিপে হাড্ডাহাড্ডি অবস্থানে রয়েছেন প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কামালা হ্যারিস।
স্থানীয় সময় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টায় এবিসি নিউজ নেটওয়ার্কের আয়োজনে হবে এ বিতর্ক।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই তীব্র হয়ে উঠেছে। সম্প্রতি নিউইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজ একটি জরিপের ফল প্রকাশ করেছে। এতে দেখা গেছে, পুরো যুক্তরাষ্ট্রের হিসেবে এক পয়েন্টেরও কম ব্যবধানে কামালার থেকে এগিয়ে আছেন ট্রাম্প। জরিপে ৭৮ বছর বয়সি রিপাবলিকান প্রার্থী ট্রাম্প পেয়েছেন ৪৮ পয়েন্ট আর প্রতিদ্বন্দ্বী কামালার জনসমর্থন ৪৭ পয়েন্ট।
অপরদিকে দোদুল্যমান অঙ্গরাজ্য উইসকনসিন, মিশিগান ও পেনসিলভানিয়ায় সামান্য ব্যবধানে এগিয়ে আছেন ৫৯ বছর বয়সি কামালা। নির্বাচনের ফল যেকোনো পক্ষে যেতে পারে, এমন দোদুল্যমান চার অঙ্গরাজ্য-নেভাদা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও অ্যারিজোনায় দুজনের অবস্থান সমান সমান।
মার্কিন নির্বাচনে জয়-পরাজয়ের হিসেবে বড় ভূমিকা রাখে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো। রোববার এসব অঙ্গরাজ্যগুলোর আরেকটি জরিপ প্রকাশ করেছে সিবিএস ও ইউগভ। তাতে ট্রাম্প-কামালার মধ্যে তুমুল লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে। এই জরিপেও কামালা হ্যারিস সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। তবে দুজনের সমান সমান সমর্থন দেখানো হয়েছে পেনসিলভানিয়ায়।
ডোনাল্ড ট্রাম্প ও কামালা হ্যারিসের প্রথম টিভি বিতর্কে দুজন একে-অন্যকে কীভাবে মোকাবিলা করেন তা দেখার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন মার্কিন জনগণ।
আপন দেশ/মাসুম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।