ছবি: সংগৃহীত
ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলিতে এক বিএসএফ সদস্য আহত হয়েছেন।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে আখনুর সীমান্তে এ ঘটনা ঘটে। তবে পাকিস্তানে হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জানিয়েছে, আখনুর সীমান্ত এলাকায় উসকানিমূলক গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে বিএসএফও পাল্টা গুলি চালায়। পাকিস্তানের গুলিতে এক বিএসএফ সদস্য আহত হয়েছেন।
জানা যায়, ভারতীয় বাহিনী বর্তমানে আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি বজায় রাখছে।
২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হলেও বেশ কয়েকবার তা লঙ্ঘন করা হয়েছে। সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছে গত বছর রামগড় সেক্টরে। তখন পাকিস্তানি গোলাগুলিতে এক ভারতীয় সীমান্তরক্ষী নিহত হন।
আপন দেশ/অর্পিতা
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।