ছবি: সংগৃহীত
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ আড়াই বছর পেরিয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ১২ হাজার ৭০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। জাতিসংঘের বরাত দিয়ে বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ সংঘাতে ইউক্রেনের প্রায় এক কোটি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘের মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি-জেনারেল জয়েস মসুয়া জানিয়েছেন, যুদ্ধের ফলে মানুষের দুর্ভোগ ক্রমেই অসহনীয় পর্যায়ে পৌঁছাচ্ছে। গত ২৬ আগস্ট থেকে রাশিয়ার নতুন করে বড় ধরনের হামলার ফলে ইউক্রেনের একাধিক অঞ্চলে সহিংসতা বেড়েছে। যার কারণে মানবিক সহায়তা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
মসুয়া বলেন, ইউক্রেন ও রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় সামরিক কার্যক্রম বৃদ্ধির ফলে রাশিয়ার কুরস্ক অঞ্চলে নতুন করে ১ লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
মসুয়া আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী বেসামরিক নাগরিক এবং অবকাঠামো রক্ষা করা বাধ্যতামূলক। জাতিসংঘ বিশ্বনেতাদের আহ্বান জানিয়ে আসন্ন সাধারণ পরিষদের অধিবেশনে এ সংঘাতের অবসানের উপায় খুঁজতে সকল সুযোগ কাজে লাগাতে বলেছেন তিনি।
রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের চারটি প্রদেশ— দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন, এবং জাপোরিঝিয়া। যা দেশটির মোট ভূখণ্ডের এক-পঞ্চমাংশের সমান।
আপন দেশ/অর্পিতা
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।