Apan Desh | আপন দেশ

চীনে ৭৫ বছরের শক্তিশালী টাইফুন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৮, ১৬ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৬:৩৭, ১৬ সেপ্টেম্বর ২০২৪

চীনে ৭৫ বছরের শক্তিশালী টাইফুন

ছবি: সংগৃহীত

চীনের সাংহাইতে ৭৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন বেবিনকা আঘাত হেনেছে। 

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে প্রবল শক্তি নিয়ে টাইফুনটি সরাসরি আঘাত হানে।

রয়টার্সের এক বার্তায় এ তথ্য প্রকাশ করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের মতে, টাইফুনটি ১৫১ কিলোমিটার বেগে আঘাত হানে। 

প্রতিবেদনে বলা হয়েছে, সাংহাইয়ে শক্তিশালী টাইফুনের সরাসরি আঘাত অত্যন্ত বিরল। এটি সাধারণত দক্ষিণ চীনে ঘটে। গত সপ্তাহের শুরুতে সুপার টাইফুন ইয়াগি চীনের হাইনান প্রদেশে আঘাত হানে। 

রয়টার্স জানিয়েছে, টাইফুনের কারণে রোববার (১৫ সেপ্টেম্বর) থেকে দুটি সাংহাই বিমানবন্দরের ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া শহরের বেশ কয়েকটি স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। তিন দিনের শরৎ উৎসবের ছুটিতে দেশে টাইফুন আঘাত হানে।

টাইফুনের কারণে রিসোর্ট, পার্ক এবং চিড়িয়াখানা বন্ধ রয়েছে বলে জানা গেছে। এ ছাড়া ফেরি চলাচলও বন্ধ রয়েছে।

টাইফুন গ্লোরিয়া এর আগে ১৯৪৯ সালে আঘাত হানে। ৭৫ বছর পর, শেষ বেবিনকা আঘাত হেনেছে। ক্ষতিগ্রস্থ সাংহাই শহরে প্রায় ২.৫ মিলিয়ন মানুষের বাস।

এর আগে, ৬ সেপ্টেম্বর স্থানীয় সময় ৪টায় সুপার টাইফুন ইয়াগি ২৩০ কিলোমিটারের বেশি গতিতে চীনা দ্বীপ হাইনানের উত্তর-পূর্ব দিকে আঘাত করেছিল। চলতি বছরের এশিয়ার সবচেয়ে শক্তিশালী ঝড়টি চীনের হাইনান প্রদেশের উপকূলে আঘাত হেনেছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, প্রবল টাইফুন ইয়াগি ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের সাথে হাইনানে আঘাত হানে। প্রবল ঝড় অনেক গাছ উপড়ে ফেলে। প্রায় ৪ লাখ ৬০ হাজার লোককে সরিয়ে নিতে বাধ্য করে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সুপার টাইফুন ইয়াগির প্রভাবে হাইনান দ্বীপ সম্পূর্ণভাবে বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। ৮ লাখ ৩০ হাজার বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছিল।

হাইনান দ্বীপে আঘাত হানা টাইফুন ইয়াগি ২০১৪ সালে আঘাত হানা টাইফুন রামমাসুন থেকে অনেক বেশি শক্তিশালী। সে সময়ে এ ঝড়ের ফলে ৪৬ জন মারা গিয়েছিল।

আপন দেশ/অর্পিতা 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়