ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে লেচার কান্ট্রি কোর্টহাউসে বিচারক নিহত। কেন্টাকি শেরিফের গুলিতে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলের ঘটনা এটি। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিবিসি এ তথ্য জানিয়েছে।
কেন্টাকির স্টেট পুলিশ জানিয়েছে, আদালতের ভেতরে বিচারক কেভিন মুলিনসকে (৫৪) একাধিক গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘটনাস্থল থেকেই একজন কেন্টাকি শেরিফকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে স্টেট পুলিশ জানিয়েছেন, গ্রেফতারকৃত ব্যক্তির নাম শন এম স্টাইনস (৪৩)। তিনি আদালতে বিচারক মুলিনসের সঙ্গে তর্কের জেরে তাকে একাধিকবার গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে এর কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।
অ্যাটর্নি জেনারেল রাসেল কোলম্যান এক্স-এ একটি পোস্টে বলেছেন, ঘটনাটি তদন্ত করা হবে। উপযুক্ত বিচার করা হবে।
কেন্টাকির একজন বিচারক হত্যা সম্পর্কে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, এটি বিশ্বের সবচেয়ে নিন্দনীয় মামলা। দোয়া করি সামনের দিনগুলো ভালো কাটুক।
কেন্টাকি স্টেট পুলিশের মুখপাত্র ম্যাট গেরহার্ট ওয়াশিংটন পোস্টকে বলেছেন, বিচারককে যখন গুলি করা হয়েছিল তখন প্রায় ৫০ জন কর্মকর্তা আদালতে ছিলেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পরপরই ওই এলাকার স্কুলগুলো বন্ধ করে দেয়া হয়।
আপন দেশ/অর্পিতা
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।