Apan Desh | আপন দেশ

প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৪, ২১ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১১:৫৫, ২১ সেপ্টেম্বর ২০২৪

প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। যেখানে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

শনিবার (২১ সেপ্টেম্বর) ভোটগ্রহণ স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ফলাফল আগামীকাল ঘোষণা হবে। 

২০২২ সালে অর্থনৈতিক সংকট ও গণঅভ্যুত্থানের পর এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যখন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ত্যাগ করেন এবং রনিল বিক্রমাসিংহে তার স্থলাভিষিক্ত হন।

বিদায়ী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে নির্বাচনে অন্যতম প্রধান প্রার্থী। তার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাচ্ছেন অনুরা কুমারা দিশানায়েকে এবং সজিথ প্রেমাদাসা। এছাড়া, মাহিন্দা রাজাপাকসের বড় ছেলে নামাল রাজাপাকসেও নির্বাচনে অংশ নিয়েছেন।

নির্বাচনের নিয়ম অনুযায়ী, একজন প্রার্থীর ৫০ শতাংশ ভোট পেতে না পারলে। সর্বোচ্চ ভোট পাওয়া দুজনকে দ্বিতীয় রাউন্ডে লড়তে হবে।

আপন দেশ/অর্পিতা 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়