ছবি সংগৃহীত
ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশে একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৫১ জন হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে প্রদেশটির তাবাস শহরের একটি খনিতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসনের দেয়া তথ্য অনুযায়ী, বিস্ফোরণে কমপক্ষে ৫১ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ১৭ জন।
আরও পড়ুন>>>>ইরানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৩০
বিস্ফোরণের পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে সেখানে উদ্ধার অভিযান চলছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, সেখানে এখনো উদ্ধার কাজ চলছে এবং আহতদের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।