ছবি: সংগৃহীত
দেড়শ বছর ধরে কলকাতার সড়কে দাপিয়ে বেড়াচ্ছে ট্রাম। যা শহরের গণপরিবহনের ইতিহাসের অংশ হয়ে উঠেছিল। তবে সে ঐতিহ্যবাহী ট্রামকে এবার বিদায় জানাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এ ঘোষণা দেন। তবে পর্যটকদের জন্য একটি ছোট অংশে ট্রাম চালু রাখা হবে।
ট্রাম বন্ধের এ সিদ্ধান্তে ধর্মতলা থেকে বালিগঞ্জ ও শ্যামবাজার পর্যন্ত যে দুটি লাইনে ট্রাম চলত, সেগুলো তুলে দেয়া হচ্ছে। শুধুমাত্র ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত দুই কিলোমিটার পথে ট্রাম চালানো হবে ঐতিহ্য হিসেবে। যা পর্যটকদের আকর্ষণ করবে।
কলকাতার ট্রামের যাত্রা শুরু হয়েছিল ১৮৭৩ সালের ২৪ ফেব্রুয়ারি। সে সময় শিয়ালদহ থেকে আর্মেনিয়া ঘাট পর্যন্ত ঘোড়ায় টানা ট্রাম চালানো হতো। পরে ১৯০২ সালে বৈদ্যুতিক ট্রামের যুগে প্রবেশ করে শহরটি। কলকাতা ছিল ভারতের একমাত্র শহর, যেখানে বৈদ্যুতিক ট্রাম চলাচল করত। ট্রাম কলকাতার গর্ব ও ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছিল।
২০২৩ সালে ট্রামের ১৫০ বছর পূর্তি উপলক্ষে এক জমকালো আয়োজন করা হয়েছিল। যেখানে পুরোনো আটটি ট্রাম নতুন করে সাজিয়ে পুনরায় পথে নামানো হয়। সে সময় কলকাতার ট্রাম বন্ধ না করার জন্য নানা দাবি উঠে। কেননা এটি শুধু শহরের ইতিহাস নয়, বরং দেশ-বিদেশের পর্যটকদের অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচিত।
কিন্তু বর্তমান সময়ে দ্রুতগামী যানবাহনের প্রাধান্য এবং শহরের পরিবহন ব্যবস্থার উন্নতির জন্য ট্রাম বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে জালের মতো ছড়িয়ে থাকা কলকাতার ট্রামলাইন এখন ইতিহাসের অংশ হয়ে যাচ্ছে।
আপন দেশ/অর্পিতা
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।