Apan Desh | আপন দেশ

শপথ নিলেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৮, ২৫ সেপ্টেম্বর ২০২৪

শপথ নিলেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন হরিনি অমরসুরিয়াকে। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) হরিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। পাশাপাশি বিচার, শিক্ষা, স্বাস্থ্য, এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বও পেয়েছেন তিনি। খবর রয়টার্সের।

হরিনি অমরসুরিয়া প্রেসিডেন্ট দিশানায়েকের নেতৃত্বাধীন রাজনৈতিক দল জনতা ভিমুক্তি পেরুমুনা (পিপলস লিবারেশন ফ্রন্ট-জেভিপি) থেকে মনোনীত হন। সদ্য সমাপ্ত নির্বাচনে ৪২ শতাংশের বেশি ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন দিশানায়েকে। তবে পার্লামেন্টে জেভিপির অবস্থা সুবিধাজনক নয়। ২২৫ আসনের মধ্যে দলের মাত্র ৩ জন এমপি আছেন, তাদের মধ্যে একজন হরিনি।

৫৪ বছর বয়সী হরিনি একসময় সমাজবিজ্ঞানের প্রভাষক ছিলেন। বর্তমানে লিঙ্গ সমতা ও সংখ্যালঘু অধিকার বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছেন।

জেভিপির জ্যেষ্ঠ নেতা নামাল করুণারত্নে জানিয়েছেন, আপাতত দলের তিনজন এমপি সব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। এরপর পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচিত এমপিদের শপথ গ্রহণের ব্যবস্থা করা হবে।

আপন দেশ/অর্পিতা 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়