ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ফাইল ছবি
বাংলাদেশকে ‘শর্তহীনভাবে সাহায্য’ করে গিয়েছে ভারত। এমন দাবি করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি মনে করেন, ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক ‘ইতিবাচক এবং গঠনমূলক’ ধারায় অব্যাহত থাকবে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ‘ভারত, এশিয়া এবং বিশ্ব’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাথে আমাদের সম্পর্ক ‘ইতিবাচক এবং গঠনমূলক’ ধারায় অব্যাহত থাকবে।
জয়শঙ্কর বলেন, ভারত প্রতিবেশীর রাজনৈতিক পদক্ষেপ নিয়ন্ত্রণ করতে চাইছে এমন নয়। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের দিকটি শুধু যে ভারতের জন্য কাজ করছে না সেটাও নয়, এক্ষেত্রে যেকোনো দেশই দায়ী হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকে শর্তহীনভাবে সাহায্য করে গিয়েছে ভারত। তারপরেও সেখানের সরকার পরিবর্তনে দিল্লির জন্য সম্ভাব্য প্রতিকূল বলে মনে হচ্ছে।
জয়শঙ্কর বলেন, প্রতিটি দেশেরই নিজস্ব ধারা রয়েছে। প্রতিবেশীর সাথে আমাদের পারস্পরিক নির্ভরতা বা পারস্পরিক সুবিধার বাস্তবতা প্রতিবেশীদের মধ্যে উভয়েরই স্বার্থ রক্ষা করবে। বাস্তবতাগুলো নিজেরাই প্রকাশ করবে এবং এটাই আমাদের সম্পর্কের ইতিহাস।
বাংলাদেশ প্রসঙ্গে জয়শঙ্কর আরও বলেন, আমরা বাংলাদেশের জন্য ভিন্নভাবে কাজ করেছি। গত এক দশকে আমরা সেখানে বিভিন্ন ধরনের প্রকল্প করেছি। যা আমাদের উভয়ের জন্যই মঙ্গলজনক। সামগ্রিকভাবে অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে অঞ্চলের রসদ উন্নত হয়েছে। এতে উভয় দেশই এর থেকে অনেক কিছু অর্জন করেছে বলে মনে করেন জয়শঙ্কর।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।