Apan Desh | আপন দেশ

হাসিনাকে দেশে আনা প্রসঙ্গে যা বললেন ড. ইউনূস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৭, ২৬ সেপ্টেম্বর ২০২৪

হাসিনাকে দেশে আনা প্রসঙ্গে যা বললেন ড. ইউনূস

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের আয়োজিত ‘ক্লাইমেট-ফরোয়ার্ড’ নামের এক অনুষ্ঠানে গতকাল কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস | নিউইয়র্ক টাইমস

অপরাধ করে থাকলে শেখ হাসিনা ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। এ মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আমেরিকার স্থানীয় সময় বুধবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে এক অনুষ্ঠানে এক প্রশ্নের পর তিনি এ মন্তব্য করেন।

নিউইয়র্কে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস আয়োজিত ‘ক্লাইমেট ফরোয়ার্ড’ শীর্ষক সম্মেলনে বুধবার অংশ নেন ড. ইউনূস। ওই সময় বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয় তাকে।

শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, অপরাধ করে থাকলে তাকে (শেখ হাসিনা) ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত।

নির্বাচন প্রসঙ্গে ড. ইউনূস জানান, নির্বাচনে দাঁড়ানোর কোনো পরিকল্পনা তার নেই। আমাকে দেখে কি মনে হয়, আমি নির্বাচনে লড়ব? 

বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে ড. ইউনূস বলেন, অর্থনৈতিক ব্যবস্থা সর্বাধিক মুনাফাকেন্দ্রিক। ব্যবস্থাটি একটি ক্ষুদ্র গোষ্ঠীর জন্য সম্পদ তৈরি করছে। এটি ব্যাপক বর্জ্য উৎপন্ন করছে। আমরা যে অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করেছি, তা এ গ্রহ ধ্বংসের মূল।  মানুষ একটি আত্মবিনাশী সভ্যতা তৈরি করেছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়