Apan Desh | আপন দেশ

জেলেনস্কি-বাইডেন বৈঠক ঘিরে অসন্তোষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০০, ২৭ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১২:০০, ২৭ সেপ্টেম্বর ২০২৪

জেলেনস্কি-বাইডেন বৈঠক ঘিরে অসন্তোষ

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যেখানে উভয় নেতা ইউক্রেনের জয় পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। তবে যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রেক্ষাপটে রিপাবলিকানদের মধ্যে এ বৈঠককে ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বরাতে এমন তথ্য জানা গেছে। 

জেলেনস্কি সম্প্রতি পেনসিলভানিয়ার স্ক্র্যানটন শহরের একটি অস্ত্র কারখানা পরিদর্শন করেন। যেখানে তিনি ডেমোক্র্যাটদের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ ঘটনাটি রিপাবলিকানদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। যারা এটিকে ডেমোক্র্যাটদের পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার মাইক জনসন এক খোলা চিঠিতে এ সফরকে নির্বাচনী হস্তক্ষেপ বলে অভিহিত করেন। সঙ্গে ইউক্রেনের ওয়াশিংটন দূতকে বরখাস্ত করার দাবি জানান।

বৈঠকের পূর্বে প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনের জন্য ৭.৯ বিলিয়ন ডলারের একটি সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেন। ইউক্রেনের জয় পরিকল্পনার মূল উদ্দেশ্য রাশিয়ার উপর কূটনৈতিক চাপ সৃষ্টি করা। আর যুদ্ধের একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা। যদিও এ পরিকল্পনার বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। তবে এটি সামরিক ও আর্থিক সহায়তা বৃদ্ধির দাবি এবং নিরাপত্তা নিশ্চিতের অন্তর্ভুক্ত হতে পারে।

এ বৈঠককে ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকানরা ক্ষমতায় আসলে ইউক্রেনের সহায়তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে।

আপন দেশ/অর্পিতা 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়