Apan Desh | আপন দেশ

স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় বৈশ্বিক জোট করেছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৬, ২৭ সেপ্টেম্বর ২০২৪

স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় বৈশ্বিক জোট করেছে সৌদি

ফাইল ছবি

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে একটি বৈশ্বিক জোট গঠন করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন। 

সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের শীর্ষ এ কূটনীতিক বলেছেন, ফিলিস্তিন-ইসরায়েল সংকটের স্থায়ী মীমাংসা কেবল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই আসতে পারে। এ দৃঢ় বিশ্বাসের ওপর ভিত্তি করেই এইজোট গঠন করা হয়েছে। 

ফয়সাল বিন ফারহান বলেন, আমরা যা করার চেষ্টা করছি তা হলো, দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের লক্ষ্যে একটি জোট তৈরি করা। এর জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিসহ কিছু মৌলিক উপাদান প্রয়োজন। তিনি জানান, সৌদি আরব এবং মিত্ররা এ পরিকল্পনার অংশ হিসেবে রিয়াদ, ব্রাসেলস (ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয়), কায়রো, অসলো, আম্মান এবং আঙ্কারায় জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ের বৈঠকের আয়োজন করবে। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়