Apan Desh | আপন দেশ

ইন্দোনেশিয়ায় সোনার খনি ধসে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৩, ২৭ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১০:১০, ২৮ সেপ্টেম্বর ২০২৪

ইন্দোনেশিয়ায় সোনার খনি ধসে নিহত ১৫

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে ভারি বৃষ্টিপাতের ফলে অবৈধ সোনার খনিতে ভূমিধস ঘটে। এতে কমপক্ষে ১৫ জনের নিহত হয়। ৭ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের সন্ধান করছে উদ্ধারকর্মীরা।

প্রাদেশিক দুর্যোগ সংস্থার প্রধান ইরওয়ান এফেন্দি জানান, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারি বৃষ্টিপাতের ফলে ভূমিধস হয়। এতে সোলোক জেলায় অবৈধ সোনার খনিটি ধসে পড়ে।

সড়কপথে চলাচলের অনুপযোগী ওই স্থানে পৌঁছাতে উদ্ধারকারীদের আট ঘণ্টা পথ পাড়ি দিতে হয়। ইরওয়ানের অনুমান অনুযায়ী, ঘটনার সময় খনিতে অন্তত ২৫ জন লোক ছিল।

তাদের মধ্যে ১৫ জন মারা গেছে, তিনজন আহত এবং সাতজন নিখোঁজ হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী শুক্রবার ভোরে নিখোঁজদের সন্ধানে তল্লাশি শুরু করেছে।

ছোট আকারের এবং অবৈধ খনি হওয়ার ফলে ইন্দোনেশিয়ায় প্রায়শই এ ধরনের দুর্ঘটনা ঘটে। এমনকি খনিজ সম্পদ প্রত্যন্ত অঞ্চলে হওয়ার কারণেও কর্তৃপক্ষের পক্ষে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়