Apan Desh | আপন দেশ

হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৬, ২৮ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৬:০২, ২৮ সেপ্টেম্বর ২০২৪

হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি ইসরাইলের

ছবি: ব্লুমবার্গ

লেবাননের হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করেছে ইসরাইলের সামরিক বাহিনী। শনিবার (২৮ সেপ্টেম্বর) ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলা হয়, হাসান নাসরুল্লাহ আর বিশ্বে সন্ত্রাস করতে সক্ষম হবেন না।
 
বিবৃতিতে দাবি করা হয়, শুক্রবার সন্ধ্যায় বৈরুতে বিমান হামলায় তারা হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে। হাসান নাসরুল্লাহ ছাড়াও নিহত হয়েছেন হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের কমান্ডার।
 
হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, গতকাল সন্ধ্যায় দক্ষিণ বৈরুতে ইসরাইলের ব্যাপক বিমান হামলা চালায়। এর পর থেকে হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহর সাথে যোগাযোগ ‘হারিয়ে গেছে’।
 
নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি বলেছে, শুক্রবার সন্ধ্যা থেকে সাইয়েদ হাসান নাসরুল্লাহর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে কিনা তা নিশ্চিত করেননি তিনি।
 
আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়