Apan Desh | আপন দেশ

নেপালে ভয়াবহ বন্যায় নিহত ১৭০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১১, ৩০ সেপ্টেম্বর ২০২৪

নেপালে ভয়াবহ বন্যায় নিহত ১৭০

ফাইল ছবি

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে রোববার (২৯ সেপ্টেম্বর) রাত পর্যন্ত ৪২ জন নিখোঁজ হয়েছেন। এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা ও নেপাল সরকার। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) দেশটির আবহাওয়া অধিদফতর জানায়, গত ৪৮ ঘণ্টায় নেপালে প্রবল বৃষ্টি হয়েছে। 

দেশটির রাজধানী কাঠমান্ডুর কাছে বাগমতি নদী। তার উপনদীগুলোর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কোথাও কোথাও দু’কূল ছাপিয়ে লোকালয়ে ঢুকে পড়েছে পানি। এতে ভেসে গিয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি এবং গাড়ি।

রোববার কাঠমান্ডুতে হাইওয়েতে ধস নেমে একসঙ্গে ৩৫ জনের মৃত্যু হয়েছে। কাঠমান্ডু বিমান বন্দরের কাছে একটি জায়গায় ২৪০ মিলিমিটার বৃষ্টির হিসাব পাওয়া গেছে। ২০০২ সালের পর নেপালে আর এমন বৃষ্টিপাত হয়নি।

বৃষ্টি এবং ধসের কারণে রাজধানী কাঠমান্ডুর বাকি অংশের সাথে যোগাযোগ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিপর্যয়ে আটকে পড়েছেন কয়েক হাজার দেশ পর্যটকও। তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিতে দুর্গম অঞ্চলে পৌঁছেছে নেপাল সেনা ও ডিজাস্টার ম্যানেজমেন্টের সদস্যরা।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়