Apan Desh | আপন দেশ

লেবাননে ঢুকেই পিছু হটেছে ইসরায়েলি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৪, ২ অক্টোবর ২০২৪

আপডেট: ২০:১৪, ২ অক্টোবর ২০২৪

লেবাননে ঢুকেই পিছু হটেছে ইসরায়েলি সেনারা

ছবি সংগৃহীত

লেবাননে ‘সীমিত’ আকারে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। তবে দক্ষিণ লেবাননের একটি শহরে ৪০০ মিটার ঢুকতেই হিজবুল্লাহর প্রবল প্রতিরোধে পিছু হটেছে ইসরায়েলি সেনারা।

বুধবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

হিজবুল্লাহ জানিয়েছে, আজ সূর্যোদয়ের সময় ইসরায়েলি বাহিনী লেবাননের প্রায় ৪০০ মিটার ভেতরে প্রবেশ করে। তারা দক্ষিণ লেবাননের ওদাইশেহ শহরে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় হিজবুল্লাহর যোদ্ধাদের তীব্র হামলার মুখে ব্যাপক ক্ষতির শিকার হয়ে পিছু হটতে বাধ্য হয়।

এছাড়া হেলিকপ্টারে করে আহতদের সরিয়ে নেয়ার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আল-জাজিরা জানিয়েছে, লেবাননের ভেতর ঢোকার চেষ্টাকালে হিজবুল্লাহর ব্যাপক প্রতিরোধের মুখে পড়ে ইসরায়েলি সেনারা। এরমধ্যে ওদাইশেহ শহরে ২ সেনা নিহত ও ১৮ জন আহত হয়।

আল-জাজিরা জানিয়েছে, আহত ওই সেনাদের হেলিকপ্টারে হাইফার কাছে নিয়ে যাওয়া হয়। যেখানে অসংখ্য অ্যাম্বুলেন্স অপেক্ষা করছিল। এছাড়া একই সময় ওই এলাকার তিনটি হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়