Apan Desh | আপন দেশ

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৪৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৫২, ৩ অক্টোবর ২০২৪

আপডেট: ১১:১৬, ৩ অক্টোবর ২০২৪

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৪৬

ছবি সংগৃহীত

লেবানন জুড়ে রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৪৬ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ৮৫ জন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন জুড়ে বুধবার (২ অক্টোবর) রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এর মধ্যে মধ্য বৈরুতকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ছয়জন নিহত ও আটজন আহত হয়েছে। আর গত ২৪ ঘণ্টায়  ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৮৫ জন জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

হিজবুল্লাহ এবং ইসরায়েলি সৈন্যদের মধ্যে দক্ষিণ লেবাননে তীব্র যুদ্ধ চলমান রয়েছে। এ ঘটনায় ইসরায়েলের অন্তত আট সৈন্য নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েল।

এদিকে ইসরায়েলি বাহিনী বলছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ২৪০ টি মতো রকেট নিক্ষেপ করেছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সৈন্যদের মধ্যে যুদ্ধ তীব্রতর হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত আটজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ‘পারসনা নন গ্রেটা’ আখ্যা দিয়ে তাকে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে তেল আবিব। বুধবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইজরায়েল কার্টজ বলেছেন, মঙ্গলবার ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দ্ব্যর্থহীনভাবে তার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছেন গুতেরেস। খবর বিবিসির।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়