Apan Desh | আপন দেশ

ইসরাইলের হামলার মধ্যেই লেবাননে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৫, ৪ অক্টোবর ২০২৪

ইসরাইলের হামলার মধ্যেই লেবাননে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

ইসরাইলের ব্যাপক হামলার মধ্যেই লেবানন সফর করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। 

শুক্রবার (৪ অক্টোবর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর কয়েক ঘণ্টা আগেই ইসরাইল বাহিনী ওই এলাকায় ভয়াবহ হামলা চালায়।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, গত সপ্তাহে বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর এ প্রথম কোনো শীর্ষ ইরানি কর্মকর্তার লেবানন সফর করছেন।
 
সফর সূচি অনুযায়ী ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেবাননের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সাক্ষাৎ করবেন। সেসঙ্গে পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির সঙ্গেও সাক্ষাৎ করবেন। নাবিহ বেরির ইরান-সমর্থিত হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।
 
বৃহস্পতিবার রাতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদ্য প্রয়াতপ্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দিনকে টার্গেট করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।
 
শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হাসান নাসরুল্লাহর চাচাতো ভাই সাফিউদ্দীন অন্য হিজবুল্লাহ নেতাদের নিয়ে লেবাননের রাজধানীর দক্ষিণ দাহেহ এলাকায় একটি বাঙ্কারে বৈঠক করেন। এসময় তাদের টার্গেট করে হামলা চালানো হয়েছে।
 
তবে হামলায় তিনি নিহত হয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। ইসরাইলি সেনাবাহিনীও হিজবুল্লাহ নেতার নিহতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
 
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গেল ২৪ ঘন্টায় লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক।

আপন দেশ/কেএইচ 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়