ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় হিজবুল্লাহর ১৫০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। রোববার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম আল জাজিরা।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন অবকাঠামোসহ হিজবুল্লাহর ১৫০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা।
অন্যদিকে ইসরাইলকে লক্ষ্য গত কয়েক ঘণ্টায় হিজবুল্লাহ প্রায় ২৫টি রকেট ও একাধিক ড্রোন নিক্ষেপ করেছে। যার বেশিরভাগই উত্তর ইসরাইলের পাহাড়ি এলাকা পশ্চিম গ্যালিলে ভূপাতিত করা হয়েছে।
বাকি রকেট ও ড্রোন খোলা জায়গায় পড়েছে বলেও জানায় ইসরাইল।
গত বছরের ৮ অক্টোবর থেকে ইসরাইল-লেবানন সীমান্তে উভয় পক্ষের গুলিবিনিময় চলছে। গাজায় ইসরাইলের যুদ্ধের প্রতিবাদে হামাসের সমর্থনে হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
গত কয়েক সপ্তাহে ইসরাইলের হামলায় হিজবুল্লাহর কয়েকজন শীর্ষ নেতা নিহত হওয়ার ঘটনায় দুপক্ষের উত্তেজনা অনেক বেড়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।