Apan Desh | আপন দেশ

সাহিত্যে নোবেল পেলেন হান কাং

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৬, ১০ অক্টোবর ২০২৪

সাহিত্যে নোবেল পেলেন হান কাং

ছবি সংগৃহীত

২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন দক্ষিণ কোরিয়ার লেখিকা হান কাং। তার নাম বৃহস্পতিবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৫টায় ঘোষণা করা হয়। 

হান কাংয়ের কাব্যময় গদ্যের জন্য এ পুরস্কার দেয়া হয়েছে। যা মানব জীবনের ভঙ্গুরতা এবং ঐতিহাসিক ক্ষতগুলোকে সাহসিকতার সঙ্গে তুলে ধরে।

১৯৭০ সালে গোয়াংজু শহরে জন্মগ্রহণকারী হান কাং ৯ বছর বয়সে সিউলে চলে আসেন। সাহিত্যিক পরিবারে বেড়ে ওঠা হান কাং ১৯৯৩ সালে কবিতা দিয়ে লেখালেখি শুরু করেন। ২০০৭ সালে তার উপন্যাস ‘দ্য ভেজিটেরিয়ান’ আন্তর্জাতিক সাফল্য অর্জন করেন। যেখানে খাদ্যাভ্যাসের সামাজিক নিয়মের বিরুদ্ধে যাত্রা করা একটি চরিত্রের গল্প বলা হয়েছে।

তার লেখায় শারীরিক ও মানসিক যন্ত্রণা গভীরভাবে মিলে যায়, এবং প্রাচ্য দর্শনের সঙ্গে সম্পর্কিত। আধুনিক গদ্যের উদ্ভাবক হিসেবে তিনি খ্যাত।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়