ছবি সংগৃহীত
পাকিস্তানের বেলুচিস্তানে বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ শ্রমিক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৭জন। শুক্রবার (১০ অক্টোবর) ভোররাতে ডুকি এলাকার জুনাইদ কয়লা কোম্পানির খনিতে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা হুমায়ুন খান জানান, সশস্ত্র হামলাকারীরা খনিতে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ চালায়। এসময় তারা রকেট ও গ্রেনেড ব্যবহার করে। হামলাকারীরা শ্রমিকদের এক জায়গায় জড়ো করে গুলি চালায় এবং খনির মেশিনপত্রও পুড়িয়ে দেয়।
ডুকির জেলা হাসপাতালের চিকিৎসক জোহর খান শাদিজাই নিশ্চিত করে জানান, অন্তত ২০টি মরদেহ এবং ছয়জন আহত শ্রমিককে নিয়ে যাওয়া হয়েছে।
আফগানিস্তান ও ইরানের সঙ্গে সীমান্তবর্তী একটি খনিজসমৃদ্ধ এলাকা বেলুচিস্তান। দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী সহিংসতার শিকার পাকিস্তানের প্রদেশটি। বেলুচ বিদ্রোহী গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, কেন্দ্রীয় সরকার তাদের প্রাকৃতিক সম্পদের ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করছে।
তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী শুক্রবারের এ হামলার দায় স্বীকার করেনি।
এ হামলাটি এমন সময়ে ঘটলো যখন পাকিস্তান ইসলামাবাদে আসন্ন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। সম্মেলনে চীনের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীও এতে অংশ নেবেন।
আপন দেশ/মাসুম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।