ছবি: সংগৃহীত
উত্তর ইসরায়েলে মাত্র এক ঘণ্টায় ১০০ রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠি হিজবুল্লাহ। লেবানন থেকে এ রকেটগুলো ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)।
শুক্রবার (১১ অক্টোবর) হিজবুল্লাহর তরফ থেকেও এ হামলার দায় স্বীকার করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, শুক্রবার সকালে উত্তরাঞ্চলীয় বেশ কিছু শহরকে লক্ষ করে ছোড়া হয় এসব রকেট। তাদের দাবি, এদের কিছু রকেট ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে বেশ কিছু রকেট আঘাত হেনেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা সে সম্পর্কে কিছু জানানো হয়নি।
ধারণা করা হচ্ছে, ইহুদিদের বিশেষ দিন ‘ইয়োম কিপ্পু’ পালনকে সামনে রেখেই এ হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
গেল মাসের ২৩ তারিখ থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করেছে ইহুদিবাদী এ দেশ। এতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে কমপক্ষে ১৩৫১ জন নাগরিক। এছাড়া আহত হয়েছে প্রায় ৩৮০০ মানুষ।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।