ছবি: সংগৃহীত
ভারতের দক্ষিণী রাজ্য তামিলনাড়ুতে পণ্যবাহী ও উচ্চ গতিসম্পন্ন একটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এসময় ট্রেনের একটি কামড়ায় আগুন ধরে যায়। সংঘর্ষে যাত্রিবাহী ট্রেনের অন্তত ১২ থেকে ১৩টি বগি লাইনচ্যুত হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে।
ভারতের রেল বোর্ড জানিয়েছে, দুর্ঘটনায় পর ট্রেনের একটি কামরায় আগুন ধরে যায়। এতে বেশ কয়েকজন আহত হন। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় অন্তত ২০টি অ্যাম্বুলেন্স।
আহতদের অনেককেই চেন্নাইয়ের সরকারি স্ট্যানলি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, এ ঘটনায় নিহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এখনও উদ্ধারকাজ চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পণ্যবাহী ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে ছিল। এসময় মহীশূর থেকে বিহারের দ্বারভাঙাগামী বাগমতী এক্সপ্রেস দ্রুত গতিতে এসে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রেনটিকে ধাক্কা দেয়। এতেই হতাহতের এ ঘটনা ঘটে।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।