Apan Desh | আপন দেশ

আতঙ্কে দেশ ছাড়ছে ইসরায়েলিরা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৬, ১৪ অক্টোবর ২০২৪

আতঙ্কে দেশ ছাড়ছে ইসরায়েলিরা

ফাইল ছবি

যুদ্ধের আতঙ্কে দেশ ছাড়ছেন ইসরায়েলিরা। চলতি বছরের ইসরায়েল ছেড়েছেন প্রায় ৪০ হাজার ৬শ’ মানুষ। ইসরায়েলিদের দেশত্যাগের কারণ মূলত দেশটির দক্ষিণ ও উত্তরে দীর্ঘদিন ধরে চলমান দুটি যুদ্ধ। 

রোববার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস (সিবিএস) এর তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম সাত মাসে ৪০ হাজারের বেশি ইসরায়েলি দেশ ছেড়েছেন। যা ২০২৩ সালে প্রতি মাসে দেশত্যাগী ইসরায়েলিদের গড় পরিমাণের তুলনায় ২২০০ জন বেশি।

সিবিএস জানিয়েছে, দীর্ঘমেয়াদি অভিবাসীর সংখ্যা ২০২৩ সালের প্রথম সাত মাসে ৫৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এ পরিমাণ অভিবাসী সাধারণত দেশে ফিরতে চান না। 

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়