ছবি: সংগৃহীত
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় পুলিশ সদর দফতরে জঙ্গি হামলায় অন্তত তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার (১৪ অক্টোবর) পুলিশের সদর দফতরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষের সময় এ হতাহতের ঘটনা ঘটে।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, জঙ্গিরা বান্নু জেলা পুলিশ সদর দফতরের প্রধান ভবন ও একটি আবাসিক ভবনে হামলা চালায়। পুলিশের সঙ্গে জঙ্গিদের লড়াই এখনও চলছে। পুলিশের প্রধান কার্যালয়ে হামলাকারী জঙ্গিরা আত্মঘাতী ছিলেন বলে জানা গেছে। লড়াইয়ে হামলাকারীদেরও নিহত করা হয়েছে। তিনি আরও জানান, তিন হামলাকারীকে পুলিশের পক্ষ থেকে হত্যা করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই পুলিশ কর্মকর্তা জানান, বান্নু জেলা পুলিশ লাইন্সে হামলা প্রতিরোধ করতে গিয়ে তিন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন।
এ জঙ্গি হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। সংগঠনটির একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। বাকি হামলাকারীদের নিষ্ক্রিয় করতে পুলিশ সদর দফতরের প্রধান ভবন ও আবাসিক ভবনের চারপাশের রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। সেখানে অভিযান চলমান রয়েছে।
উল্লেখ্য, বান্নু জেলা আফগানিস্তানের সীমান্তবর্তী অস্থিতিশীল উত্তর ওয়াজিরিস্তান উপজাতীয় জেলার সীমানায় অবস্থিত। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে বান্নুর দূরত্ব প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এদিকে চলতি সপ্তাহে আঞ্চলিক সম্মেলনের কারণে ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি রয়েছে। একই সঙ্গে লকডাউন চলছে। সম্মেলনে যোগ দিতে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং সোমবার ইসলামাবাদে পৌঁছেছেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।