Apan Desh | আপন দেশ

শিক্ষা ব্যবস্থায় সংগীত যুক্ত করল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৬, ১৭ অক্টোবর ২০২৪

আপডেট: ১২:১০, ১৯ অক্টোবর ২০২৪

শিক্ষা ব্যবস্থায় সংগীত যুক্ত করল সৌদি আরব

ফাইল ছবি

সৌদি আরব শিক্ষাব্যবস্থার সংস্কার করছে। সরকারি বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু হচ্ছে। ৯ হাজারের বেশি সংগীত শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। এটি শিক্ষাক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ।

সৌদি এয়ারলাইনসের ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ বাস্তবায়িত হচ্ছে। এর আওতায় শিল্প, বিনোদন ও শিক্ষায় বিনিয়োগ বাড়ানো হচ্ছে।

সরকারের উদ্দেশ্য, যুবকদের সাংস্কৃতিক দক্ষতা বাড়ানো। পূর্বে সংগীত শিক্ষা নিষিদ্ধ ছিল, এখন এটি অপরিহার্য। সাংস্কৃতি ও শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগটি বাস্তবায়ন করবে। বিদ্যালয়ে সংগীত বিভাগ খোলা হবে। শিক্ষকেরা বিভিন্ন সংগীত ঘরানার প্রশিক্ষণ দেবেন। এটি একটি মাইলফলক পদক্ষেপ। 

সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সংগীত শিক্ষা সৃজনশীলতা বাড়াবে। এটি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। সৌদি আরবে বিনোদন বিধিনিষেধ শিথিল হয়েছে। সিনেমা হল খোলা হয়েছে, আন্তর্জাতিক উৎসব হয়েছে। এক দশক আগে এসব ভাবা যেত না।

যুবরাজের ভিশন ২০৩০-এর লক্ষ্য সাংস্কৃতিক দিগন্ত প্রসারিত করা। শিল্প, পর্যটন ও বিনোদন খাতে নতুন সুযোগ তৈরি হবে। ধর্মীয় রক্ষণশীলরা সমালোচনা করছেন সংগীত শিক্ষার। তারা বলছেন, এটি ঐতিহ্যবাহী মূল্যবোধ ক্ষতিগ্রস্ত করবে।

সৌদি সরকার দাবি করছে, সাংস্কৃতিক শিক্ষা ইসলামি নীতির পরিপূরক। পর্যায়ক্রমে এই শিক্ষাটি বাস্তবায়িত হবে। এ উদ্যোগ শিক্ষা আধুনিকীকরণের বড় সংস্কার। এটি যুব সমাজকে ক্ষমতায়িত করবে এবং প্রতিযোগিতামূলক করবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়