ছবি: সংগৃহীত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এরপরে শেখ হাসিনার অবস্থান নিয়ে শুরু হয়েছে আলোচনা।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয় নিয়ে মন্তব্য করেছে।
ব্রিফিংয়ে সাংবাদিক গৌতম লাহিরি প্রশ্ন করেন, শেখ হাসিনার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা ও তার ভারতে অবস্থান সম্পর্কে ভারত সরকারের অবস্থান কী? উত্তরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা সম্প্রতি প্রকাশিত কিছু প্রতিবেদন দেখেছি। তবে এ বিষয়ে এখনই কিছু বলার নেই।
এক সাংবাদিক আরও জানতে চান, শেখ হাসিনা ভারতে আছেন নাকি অন্য দেশে চলে গেছেন ও ভারত সরকার কি তাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে? জয়সওয়াল বলেন, শেখ হাসিনা নিরাপত্তার কারণে স্বল্প সময়ের নোটিশে ভারতে এসেছিলেন এবং তিনি এখানে থাকবেন।
এছাড়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে জিজ্ঞাসা করলে জয়সওয়াল বলেন,বাংলাদেশের চিকিৎসা ও জরুরি প্রয়োজনে ভিসা দেয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ভিসা প্রদান পুনরায় শুরু হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।