ফাইল ছবি
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির ওপর হামলা হতে পারে ইসরায়েল। শনিবার (১৯ অক্টোবর) ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা হয়। হামলার জন্য ইরানকে দায়ী করছে ইসরায়েল। এ কারণে খামেনিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হতে পারে।
জেনেভা সেন্টার ফর সিকিউরিটি পলিসির বিশ্লেষক জিন-মার্ক রিকলি বলেছেন, হামলা ইরানের সঙ্গে সম্পর্কিত। নেতানিয়াহুর বাড়িতে হামলা হত্যাচেষ্টা হিসেবে বিবেচনা করা যেতে পারে।
তিনি বলেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। হামাস ও হিজবুল্লাহর বিরুদ্ধে কার্যক্রম চলছে। ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন খামেনি।
১ অক্টোবর ইরান ১৮১টি মিসাইল ছোড়ে। ইসরায়েল হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে। ইরান জানায়, হামলা হলে পাল্টা হামলা হবে। তারা কোনো আঞ্চলিক যুদ্ধ চায় না। কিন্তু ইসরায়েল হামলা চালালে প্রতিক্রিয়া জানানো হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।