ফাইল ছবি
ভারতের জম্মু ও কাশ্মিরে বন্দুকধারীর গুলিতে ৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন।
রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কয়েকজন বন্দুকধারী গাগানগীর অঞ্চলে এক অভিবাসীদের ক্যাম্পে এলোপাতাড়ি গুলি চালায়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় এক চিকিৎসকসহ কয়েকজন অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে এখনো কেউ এ হামলায় দায় স্বীকার করেনি। বন্দুকধারীদের ধরতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
জম্মু ও কাশ্মিরের পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে বলেছে, এলাকাটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন। শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
এদিকে, বন্দুক হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের নতুন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। শ্রমিকদের ওপর হামলা কাপুরুষোচিত বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া দ্রুত হামলাকারীদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আপন দেশ/মাসুম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।