Apan Desh | আপন দেশ

ভারতে থাকতে চেয়ে অমিত শাহের দ্বারস্থ তসলিমা

আন্তজাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৯, ২২ অক্টোবর ২০২৪

আপডেট: ১১:৪২, ২২ অক্টোবর ২০২৪

ভারতে থাকতে চেয়ে অমিত শাহের দ্বারস্থ তসলিমা

ছবি: সংগৃহীত

নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। বর্তমানে দিল্লিতে বসবাস করেন তিনি। এরইমধ্য ভারতের রেসিডেন্স পারমিটের মেয়াদ শেষ হয়েছে। তাই ভারতে থাকার অনুমতির মেয়াদ বাড়ানোর জন্য দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে আবেদন জানিয়েছেন। 

সোশ্যাল মিডিয়া এক্স-এ দেয়া এক পোস্টে অমিত শাহকে ট্যাগ করে তসলিমা লিখেছেন, প্রিয় অমিত শাহজি, নমস্কার। আমি ভারতে থাকি। কারণ আমি এ মহান দেশকে ভালোবাসি। গত ২০ বছর ধরে ভারত আমার দ্বিতীয় বাড়ি। কিন্তু গত ২২ জুলাই থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমার রেসিডেন্স পারমিটের মেয়াদ বাড়াচ্ছে না।। এতে আমি খুব চিন্তিত। আপনি আমাকে থাকতে দিলে আমি অত্যন্ত কৃতজ্ঞ হব। উষ্ণ অভ্যর্থনা আন্তরিক শুভেচ্ছা।

১৯৯৪ সালে দেশ ছাড়তে হয়েছিল তাকে। ইসলামবিরোধী ও নারীর সমতা নিয়ে লেখালেখির কারণে কট্টরপন্থীদের সমালোচনার মুখে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন তিনি।

বিষয়বস্তু নিয়ে বিতর্কের কারণে 'লজ্জা' (১৯৯৩) ও আত্মজীবনী 'আমার মেয়েবেলা'সহ (১৯৯৮) তসলিমার কয়েকটি বই নিষিদ্ধ করে বাংলাদেশ সরকার।

এরপর তিনি সুইডেন, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে প্রায় ১০ বছর নির্বাসিত জীবন কাটান। ২০০৪ সালে তসলিমা কলকাতায় আসেন। ২০০৭ সাল পর্যন্ত সেখানে থাকেন। তবে 'দ্বিখণ্ডিত' নিষিদ্ধ হওয়ার পর কলকাতা ছাড়েন।  

এরপর তিনি ৩ মাস দিল্লিতে ছিলেন। সেখানে শারীরিক আক্রমণের শিকার হলে তাকে গৃহবন্দি অবস্থায় থাকতে হয়। তবে ২০০৮ সালে তাকে ভারত ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যেতে হয়। কয়েক বছর পর তিনি আবার ভারতে ফেরেন।

এর আগে ২০১৭ সালে একবার প্রযুক্তিগত ত্রুটির কারণে তসলিমার রেসিডেন্স পারমিট নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়