Apan Desh | আপন দেশ

ভারতে ২১ বাংলাদেশি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৫, ২৪ অক্টোবর ২০২৪

আপডেট: ২১:১৭, ২৪ অক্টোবর ২০২৪

ভারতে ২১ বাংলাদেশি গ্রেফতার

ছবি: সংগৃহীত

অবৈধভাবে বসবাসের অভিযোগে ভারতের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মহারাষ্ট্রের পুনে জেলা থেকে ২১ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) ভারত পুলিশের সন্ত্রাস-বিরোধী শাখা অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের গ্রেফতার করে।

জানা যায়, মহারাষ্ট্রের পুনে জেলার একটি গ্রামে অবৈধভাবে বসবাসকারী ২১ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুনে জেলার রঞ্জনগাঁও এমআইডিসি এলাকার কারেগাঁওয়ে অভিযান চালিয়েছে পুলিশের সন্ত্রাস-বিরোধী শাখা। এ সময় ১৫ জন পুরুষ, চারজন নারী ও তৃতীয় লিঙ্গের দু’জনকে গ্রেফতার করা হয়। ভুয়া প্যান কার্ড, আধার কার্ড এবং ভুয়া ভোটার আইডি ব্যবহার করে তারা পুনেতে বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুনের পুলিশ সুপার পঙ্কজ দেশমুখ বলেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে রঞ্জনগাঁও এমআইডিসি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারের পর ওই বাংলাদেশিদের আদালতে তোলা হয়েছে। পরে তাদের মধ্যে দশজনকে পুলিশ হেফাজতে পাঠিয়েছেন আদালত। গ্রেফতারকৃত বাংলাদেশিরা গত ছয় মাস থেকে ১০ বছর ধরে সেখানে বসবাস করছিলেন। এ বাংলাদেশিরা কি ভাবে ভারতে প্রবেশ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। 

পঙ্কজ দেশমুখ আরও বলেন, গ্রেফতারকৃত বাংলাদেশিরা কোনও সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কি না, সেটিও তদন্ত করে দেখছে পুলিশ। যারা ওই বাংলাদেশিদের জাল নথি সরবরাহ করেছিলেন তাদেরও খুঁজে বের করা হচ্ছে। সেসঙ্গে বাংলাদেশি নাগরিকরা কেন ভারতে অবস্থান করছিলেন, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এ বাংলাদেশিরা স্থল ও সমুদ্রপথে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। তারা শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানিয়েছেন। 

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়