Apan Desh | আপন দেশ

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৪২৮০০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:২৮, ২৫ অক্টোবর ২০২৪

আপডেট: ১০:০৭, ২৫ অক্টোবর ২০২৪

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৪২৮০০ ছাড়াল

ফাইল ছবি

ফিলিস্তিনের গাজায় এক বছরের বেশি সময় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী। এতে একের পর এক প্রাণ হারাচ্ছে গাজার নারী ও শিশুরা।ফিলিস্তিনের উপত্যকাটিতে এ পর্যন্ত নিহতের সংখ্যা ৪২ হাজার ৮০০ ছাড়িয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৫৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪২ হাজার ৮৪৭ জনে পৌঁছেছে। ফিলিস্তিন ভূখণ্ডে আহত হয়েছেন আরও এক লাখেরও বেশি ফিলিস্তিনি। জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ফিলিস্তিনের মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে গাজায় ৫৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৩২ জন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে  ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়