ছবি সংগৃহীত
ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে ৩ জন সাংবাদিক নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ অক্টোবর) দেশটির হাসবাইয়ায় শহরের একটি হোটেলে ভোর ৪টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আল জাজিরা।
নিহতদের মধ্যে দুজন ক্যামেরাম্যান এবং একজন টেকনিশিয়ান।
প্রতিবেদনে বলা হয়, সাংবাদিক এবং প্রযুক্তিবিদরা ওই হোটেলে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতের সংবাদ সংগ্রহের জন্য অবস্থান করছিলেন। ঘুমন্ত অবস্থায় তাদের ওপর হামলার ঘটনা ঘটে। জানা গেছে এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন সাংবাদিক।
লেবাননের টিভি চ্যানেল আল জাদেদ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় হামলার পর বিল্ডিংয়ের ছাদ এবং মেঝেগুলো ধ্বংসস্তূপে ঢেকে গেছে।
আল জাজিরার প্রতিবেদক বলেছে, আমরা যারা একসঙ্গে কাজ করি সবাই প্রায় প্রতিদিনই হাসবাইয়াতে আসি। এটা খুবই গুরুতর ঘটনা। ইসরায়েল কোনো সতর্কবার্তা দেয়নি। হাসবাইয়া কোনো উচ্ছেদ আদেশের অধীনেও নেই। প্রকৃতপক্ষে, এ শহর তুলনামূলকভাবে শান্ত ছিল।
আপন দেশ/মাসুম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।