Apan Desh | আপন দেশ

ফের ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৯, ২৬ অক্টোবর ২০২৪

আপডেট: ১০:২৭, ২৬ অক্টোবর ২০২৪

ফের ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল

ফাইল ছবি

ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় ভোররাতে কারাজসহ রাজধানী তেহরানের আশেপাশে বেশ কয়েকটি বিস্ফোরণের আওয়াজ শোনা যায়।

শনিবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ সব তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল।

ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ আইডিএফ-এর দাবি, ইরানে সীমিত পরিসরে অভিযান চালানো হয়েছে। তবে এ বিষয়ে এখনও কিছু জানায়নি তেহরান প্রশাসন। ক্ষয়ক্ষতির কোনো তথ্যও পাওয়া যায়নি।

গত কয়েকদিন ধরেই দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে। চলতি মাসের শুরুতেই ইসরায়েলে প্রায় দু’শ মিসাইল ছোঁড়ে ইরান।

এছাড়াও ইহুদি ভূখণ্ড লক্ষ্য করে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে তেহরান সমর্থিত গোষ্ঠীগুলো। পাল্টা কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে তেলআবিব। গাজায় তেলআবিবের আগ্রাসন শুরুর পর থেকেই সক্রিয় হিজবুল্লাহ, হুতিসহ ইরান সমর্থিত গোষ্ঠীগুলো।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়