Apan Desh | আপন দেশ

ইরানের সব বিমানবন্দরের ফ্লাইট বন্ধ

আন্তজাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:২২, ২৬ অক্টোবর ২০২৪

আপডেট: ১২:০৬, ২৬ অক্টোবর ২০২৪

ইরানের সব বিমানবন্দরের ফ্লাইট বন্ধ

ইরানে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা। ছবি: সংগৃহীত

ইসরাইলের বিমান হামলার মধ্যে ইরানের সব বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিলের ঘোষণা দেয়া হয়েছে। 

শনিবার (২৬ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএন এ তথ্য জানিয়েছে।

ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার একজন মুখপাত্র বলেছেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সমস্ত রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে।  ফ্লাইট পুনরায় কখন থেকে চলাচল শুরু হবে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 
অন্যদিকে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা পর্যন্ত ইসরাইলও তাদের আকাশ আকাশসীমা বন্ধ রাখবে।
 
এদিকে ইরানে ইসরাইলি হামলার পর ইরাক তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। ইরাকের পরিবহন মন্ত্রণালয় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের সব বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।
 
শুক্রবার আইডিএফ এক বিবৃতিতে বলেছে, এ মুহূর্তে ইরানের সামরিক স্থাপনাগুলোয় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী।
 
ইরানে ইসরাইলের হামলার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রও। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাভেট এক বিবৃতিতে বলেন, নিজেদের আত্মরক্ষার জন্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরাইল। এটি গত ১ অক্টোবর ইরানের হামলার জবাব।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়