Apan Desh | আপন দেশ

‘ইরানে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয়’

আন্তজাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৬, ২৬ অক্টোবর ২০২৪

আপডেট: ১২:০৭, ২৬ অক্টোবর ২০২৪

‘ইরানে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয়’

পেন্টাগন ছবি: সংগৃহীত

ইরানে চালানো ইসরায়েলি বিমান হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত নয়। এ তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন। তবে ইরানে ইসারায়েলের হামলাকে আত্মরক্ষার অংশ হিসেবে দেখছে হোয়াইট হাউজ।

হোয়াইট হাঊসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাভেট এক বিবৃতিতে বলেন, আত্মরক্ষার জন্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। এটি ১ অক্টোবর ইরানের হামলার জবাব।

এর আগে, ইসরায়েলের ওপর প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর থেকে ইরানের ওপর ইসরায়েলের হামলা প্রত্যাশিত ছিলো। অবশেষে, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল।

উল্লেখ্য, শনিবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় রাজধানী তেহরানে শক্তিশালী কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালাচ্ছে তারা। 

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়