প্রতীকী ছবি। সংগৃহীত
ইসরায়েল-ইরানের মধ্যে নতুন উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গত রাতে ইসরায়েল ইরানের উপর বিমান হামলা চালিয়েছে। এতে তেহরান 'সার্বভৌমত্বের লঙ্ঘন' হিসেবে অভিহিত করেছে। এ হামলাকে 'ইরানের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন' বলেছে তেহরান।
এদিকে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন ইসরায়েলকে সতর্ক করেছে যেন তারা ইরানের জ্বালানি অবকাঠামো বা পরমাণু স্থাপনাগুলিতে হামলা না করে। তবে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় যুক্তরাষ্ট্র দাবি করেছে হামলার লক্ষ্যবস্তুতে জ্বালানি অবকাঠামো অন্তর্ভুক্ত ছিল না।
ইরানের কর্মকর্তারা জানান, এ হামলায় তারা দুই সেনা হারিয়েছে। ফলে ইরানকে প্রতিশোধ নেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ইসরায়েলের হামলা একটি 'রেড লাইন' অতিক্রম করেছে। যা ইরানের প্রতিক্রিয়া বাড়িয়ে তুলতে পারে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার পর কোনও প্রতিক্রিয়া জানায়নি, তবে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরান ইতোমধ্যে প্রতিশোধ নিতে প্রস্তুতি নিচ্ছে। ইরান সরকার সাফ জানিয়ে দিয়েছে তারা নিজেদের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব দেয়ার অধিকার রাখে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।