Apan Desh | আপন দেশ

সৌদিতে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ভবন

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১৪:৪৭, ২৭ অক্টোবর ২০২৪

সৌদিতে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ভবন

ছবি: এক্স থেকে সংগৃহীত

সৌদি আরবে রিয়াদে নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ভবন। এতে ব্যয় করা হবে প্রায় ৫০ বিলিয়ন মার্কিন ডলার। মুকাব টাওয়ার নামের মেগা স্থাপনাটি সম্পন্ন হলে এর উচ্চতা হবে ১ হাজার ৩০০ ফুট। আর প্রশস্ত হবে ১ হাজার ২০০ ফুট। যা ২০টি এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সমান।

ভবনের মধ্যেই ভবিষ্যৎ শহর হিসেবে পরিকল্পিত এ স্থাপনায় ফ্লোর স্পেস থাকবে ২০ লাখ বর্গমিটার। সৌদির উন্নয়ন পরিকল্পনাকে নতুন করে রূপায়িত করার লক্ষ্যে এ প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ ছাড়াও ভবনটিতে থাকবে ১ লাখ ৪ হাজার আবাসিক ইউনিট, ৯ হাজার হোটেল কক্ষ, অফিস, বিনোদনের জায়গাসহ বিভিন্ন উচ্চাভিলাষী সুবিধা। 

ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে মুকাবের এ নকশা করা হয়েছে। প্রকল্পটি সৌদি আরবের তেলনির্ভরতা কমিয়ে জিডিপি ৫ হাজার ১০০ কোটি ডলার বাড়াবে। ৩ লাখের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দেবে বলে আশা করা হচ্ছে। 

ভবনটি সাজানো হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে। এর বাইরের দিকে থাকবে লাস ভেগাসের স্পিয়ারের মতো বিশাল স্ক্রিন।

ভবনটিতে থাকবে হলোগ্রাফিক ইন্টেরিয়র থেকে শুরু করে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিতে সজ্জিত দেয়াল। সৌদির ঐতিহ্য ও প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থাপনাটি নির্মাণ করা হচ্ছে। 

এক ভিডিওর মাধ্যমে ভবনের নির্মাণ এলাকা নিয়ে আগাম বার্তা দিয়েছে কর্তৃপক্ষ। তবে ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান কাবার সঙ্গে ভবনটির সাদৃশ্য থাকায় এর সমালোচনাও কম হচ্ছে না।

এদিকে মানবাধিকার সংস্থাগুলি প্রকল্পটি বাস্তবায়ন করতে গিয়ে প্রবাসী শ্রমিক শোষণ হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে৷ একইসঙ্গে নির্মাণের বিশালতার কারণে স্থানীয় বাসিন্দাদের বাস্তুচ্যুত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়