ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ফাইল ছবি
ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিমান হামলা নিয়ে মন্তব্য করেছেন। তিনি হুমকি দিয়ে বলেছেন, ইসরায়েল ইরানকে নিয়ে ভুল গণনা করেছে। যা তারা ঠিক করে দেবেন। এর মাধ্যমে ইসরায়েলের ওপর পাল্টা হামলার ইঙ্গিতও দিয়েছেন তিনি।
গত শনিবার রাতে তেহরানসহ তিনটি স্থানে ইসরায়েল বিমান ও ড্রোন হামলা চালায়। এর ফলে ইরানের কয়েকটি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। খামেনি বলেন, ইসরায়েলের এ হামলাকে হালকাভাবে নেয়া উচিত নয়। আবার অতিরঞ্জিতও করা যাবে না। তারা আমাদের সক্ষমতা বুঝতে পারেনি।
ইসরায়েলকে হুমকি দিয়ে ইরানের প্রধান ধর্মীয় নেতা বলেন, ইসরায়েল তারা ইরানকে চেনে না । তারা এখনো সঠিকভাবে ইরানের সক্ষমতা, ইচ্ছাশক্তিকে বুঝতে পারেনি। তাদের আমাদের তা বোঝাতে হবে।
ইরানি কর্মকর্তারা বলছেন ইসরায়েলের হামলায় তাদের খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। যদিও ইসরায়েলি হামলায় তাদের চার সেনা নিহত হয়েছেন। এছাড়া মিসাইল কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।
দখলদার ইসরায়েল বলেছে, ইরানে তাদের বিমানবাহিনী ‘নির্ভূল এবং সীমিত’ হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন ইরানে হামলা চালিয়ে তারা তাদের লক্ষ্য অর্জন করেছেন।
পাল্টা হামলা চালাবে ইরান
এদিকে এ হামলার জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাবে বলে জানিয়েছে তেহরান। দেশটির আধা সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজকে এমন তথ্য জানিয়েছে সরকারি একটি সূত্র। পাল্টা হামলা চালানোর জন্য ইরান প্রস্তুত আছে বলে জানিয়েছেন তিনি।
সূত্রটি বলেছে, কোনো সন্দেহ নেই ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের জবাব ইসরায়েল পাবে।
গত ১ অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে ১৮১টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ে ইরান। তারা জানিয়ে দিয়েছে, ইসরায়েল যদি হামলা চালায়, তাহলে উপযুক্ত জবাব দেয়া হবে।
বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, ইরানকে হামলা পাল্টা-হামলার চক্র বন্ধ করার আহবান জানিয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।