Apan Desh | আপন দেশ

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:০৫, ২৯ অক্টোবর ২০২৪

আপডেট: ১০:৫৭, ২৯ অক্টোবর ২০২৪

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৬০

লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা

লেবাননের দক্ষিণাঞ্চল বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এতে কমপক্ষে ৬০ নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২৪ জন।

মঙ্গলবার (২৯ অক্টোবর ) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা আলজাজিরা।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনাদোলু জানায়, ইসরায়েলের বিমান বাহিনীর অভিযানে দক্ষিণ ও পশ্চিম লেবাননে একদিনে হয়েছেন ৩৮ জন নিহত। এছাড়া আহত হয়েছেন আরও ১২৪ জন।

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের অপর পারে লেবাননের দক্ষিণাঞ্চল। এ অঞ্চলেই বিশ্বের বৃহত্তম সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান ঘাঁটি। গোষ্ঠীটির অধিকাংশ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার অবস্থান এখানে। ইরানের প্রত্যক্ষ সমর্থন ও মদতে ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হিজবুল্লাহ জন্মলগ্ন থেকেই ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

এক বছর ধরে গাজায় সংঘাত চলার পর গত ২০ সেপ্টেম্বর থেকে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের বিমানবাহিনী। সে অভিযান শুরুর ১০ দিনের মধ্যে নিহত হন হিজবুল্লাহর প্রধান নেতা ও সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহসহ বেশ কয়েক জন শীর্ষ কমান্ডার। এতে গোষ্ঠীটির চেইন অব কমান্ডের সর্বোচ্চ স্তর প্রায় ভেঙে পড়ে।

লেবাননে এখনও অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর অভিযান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরায়েলি বাহিনীর অভিযানে এ পর্যন্ত লেবাননে মোট নিহত হয়েছেন ২ হাজার ৭১০ জন এবং আহত হয়েছেন আরও ১২ হাজার ৫৯২ জন। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ৫ শতাধিক।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়