ফাইল ছবি
মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ছয় মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এর প্রভাবে সুনামি সতর্কতা জারি করা হয়নি।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বার্তাসংস্থা এপি ও নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় দেশটির স্থানীয় সময় বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটে এ ভূ-কম্পন অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানায়, ওরেগন অঙ্গরাজ্য থেকে ২৭৯ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের তলদেশের ফল্টলাইনে ভূমিকম্পটির উৎপত্তি হয়। রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ৬.০।
ওরেগন অঙ্গরাজ্যের অসংখ্য বসিন্দা এ ভূ-কম্পন টের পেয়েছেন। বিশেষ করে ব্যান্ডন শহরের বাসিন্দারা এতে তীব্র ঝাঁকুনি অনুভব করেন।
ওয়াশিংটন রাজ্য জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছে। এতে বলা হয়, ক্যাসকাডিয়া সাবডাকশন জোনে ৬ মাত্রার একটি ভূমিকম্প হওয়া অবশ্যই ভয়ের বিষয়। কিন্তু বুধবারের ভূমিকম্পটি হয়েছে ব্লাঙ্কো ফ্রাকচার জোনে, যেখানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।
আপন দেশ/মাসুম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।