Apan Desh | আপন দেশ

ইরান দ্রুতই ইসরায়েলি হামলা জবাব দেবে

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৮:৪০, ৩১ অক্টোবর ২০২৪

আপডেট: ১৮:৪২, ৩১ অক্টোবর ২০২৪

ইরান দ্রুতই ইসরায়েলি হামলা জবাব দেবে

ইসরাইল লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। সাম্প্রতিক ছবি

ইসরাইলের হামলার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান। হামলা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই হতে পারে। তবে পাল্টা হামলা চালানো হলে তেল আবিবকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। সে হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছিল তেহরান। 

স্থানীয় সময় বুধবার (৩০ অক্টোবর) সিএনএন জানায়, ইরানের ওপর ইসরাইলের সাম্প্রতিক আক্রমণের একটি ‘সুনির্দিষ্ট’ ও ‘বেদনাদায়ক’ প্রতিক্রিয়া দেখা যাবে। যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ঘটতে পারে।

সিএনএন বলছে, গেল ২৫ অক্টোবর ইসরাইলের হামলার পর বিষয়টি তেমন ‘গুরুতর’ নয় বলে ইরান যে অবস্থান নিয়েছিল, সে অবস্থান থেকে তারা সরে এসেছে বলেই মনে করা হচ্ছে। 

২৫ অক্টোবরের হামলার পর প্রথমবারের মতো ইসরাইল খোলাখুলিভাবে ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত করার কথা স্বীকার করে।
 
ইরান কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র সিএনএনকে বলেছেন, ইহুদিবাদী শাসকদের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া হবে সুনির্দিষ্ট।
 
হামলার সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না করলেও, সূত্রের মতে, এটি সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিন ঘটবে। 

এদিকে, এ বিষয়ে এখন পর্যন্ত ইসরাইলি সেনাবাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়