Apan Desh | আপন দেশ

বকেয়া না দিলে বাংলাদেশে বিদ্যুৎ দেবে না আদানি

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১৬:৫৭, ৩ নভেম্বর ২০২৪

আপডেট: ১৬:৫৮, ৩ নভেম্বর ২০২৪

বকেয়া না দিলে বাংলাদেশে বিদ্যুৎ দেবে না আদানি

ফাইল ছবি

আগামী ৭ নভেম্বরের মধ্যে বকেয়া বিল না দিলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে ভারতের আদানি গ্রুপ। আদানি গ্রুপ বাংলাদেশকে এ সময়সীমা বেঁধে দিয়েছে। ইতিমধ্যে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে এনেছে তারা। আদানি গ্রুপ বাংলাদেশের কাছে ৮৫০ মিলিয়ন ডলার পাবে। যা বাংলাদেশি অর্থে ১০ হাজার কোটি টাকার সমান।

রোববার (৩ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়েছে, ৭ নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না হলে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।

সূপ্রতিবেদন অনুযায়ী, ৩১ অক্টোবরের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ১৭০ মিলিয়ন ডলারের ঋণপত্র খোলার চেষ্টা করেছিল। কিন্তু বিদ্যুৎ ক্রয় চুক্তির শর্ত পূরণ হয়নি। এর কারণে আদানি পাওয়ার ঝাড়খণ্ড থেকে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর আদানি গ্রুপের গোড্ডা প্ল্যান্ট থেকে মাত্র ৭২৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হয়েছে। যা উৎপাদন ক্ষমতার অর্ধেকেরও কম।

এছাড়া রামপাল ও এসএস পাওয়ারের মতো অন্যান্য কারখানাগুলোও জ্বালানি সংকটে ভুগছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আদানি পাওয়ারের বকেয়া পরিশোধ খুব ধীর গতিতে হচ্ছে। সদ্য সমাপ্ত অক্টোবরে বাংলাদেশ ৯০ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ করেছে। আগের মাসগুলোতে ৯০-১০০ মিলিয়ন ডলারের বিপরীতে কেবল ২০-৫০ মিলিয়ন ডলার পরিশোধ হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়