গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন দেশটির হাজার হাজার মানুষ। ছবি: সংগৃহীত
গাজায় ইসরাইলি বর্বরতা বন্ধের দাবিতে লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। শনিবার (২ নভেম্বর) বিক্ষোভকারীরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে প্রতীকী লাশ নিয়ে প্রতিবাদ করেন আন্দোলনকারীরা।
এদিকে বিক্ষোভ হয়েছে তেল আবিবেও। জিম্মিদের মুক্ত করতে দ্রুত চুক্তির দাবি জানানো হয়। এ সময় নতুন নির্বাচন ও নেতানিয়াহুর পদত্যাগের দাবিও তুলে ধরেন বিক্ষোভকারীরা।
গাজায় ইসরাইলি বাহিনীর বর্বর হামলার বিরুদ্ধে সরব লন্ডনের বাসিন্দারা। আসন্ন মার্কিন নির্বাচনকে সামনে রেখে লন্ডনে অবস্থিত মার্কিন দূতাবাসের উদ্দেশ্যে শনিবার লং মার্চে যোগ দেন দেশটির হাজার হাজার বাসিন্দা। দাবি ইসরাইলি গণহত্যা বন্ধে মার্কিন হস্তক্ষেপ। বিক্ষোভকারীরা এ সময় যুক্তরাষ্ট্রের প্রতি ইসরাইলকে অস্ত্র সহায়তা বন্ধের দাবি জানান।
পাশাপাশি যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান বা ডেমোক্রেটিক কোনো দলকেই ভোট না দিতে মার্কিনিদের প্রতি আহবান জানান বিক্ষোভকারীরা। একজন বিক্ষোভকারী বলেন, ৫ নভেম্বর লাল অথবা নীল ফ্যাসিবাদকে ভোট দেবেন না। ফিলিস্তিনের জনগণের জীবনের জন্য ভোট দিন। এ দুই প্রার্থী ছাড়াও আরও উপায় রয়েছে।
একইদিন বিক্ষোভ হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনেও। গাজায় চালানো ইসরাইলি গণহত্যার প্রতিবাদে সাদা কাফনে মোড়ানো প্রতিকী লাশ নিয়ে বিক্ষোভ করেন ফিলিস্তিন সমর্থকেরা। এসময় নেতানিয়াহু বাহিনীর নির্বিচার হামলায় হাজারো শিশু হত্যার বিষয়টিও তুলে ধরা হয়।
এদিন ইসরাইলের তেল আবিবে জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন তাদের স্বজনেরা। দ্রুত বন্দিদের মুক্ত করার জন্য চুক্তির দাবি জানান তারা। ক্ষমতা হারানোর ভয়ে নেতানিয়াহু যুদ্ধ বন্ধ করতে চাননা বলেও অভিযোগ করেন আন্দোলনরত জনতা। এসময় নতুন নির্বাচন ও নেতানিয়াহুর পদত্যাগের দাবিও জানান তারা।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।