Apan Desh | আপন দেশ

মার্কিন নির্বাচন: প্রথম ভোটকেন্দ্রে কে কত ভোট পেলেন?

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১৪:২৯, ৫ নভেম্বর ২০২৪

মার্কিন নির্বাচন: প্রথম ভোটকেন্দ্রে কে কত ভোট পেলেন?

ডিক্সভিল নচে সমান তিনটি করে ভোট পেয়েছেন ট্রাম্প ও কমলা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট শহর নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নচে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখানে ভোট শুরু হয় মধ্যরাতে ১২টা ১ মিনিটে।

এবিসি নিউজের খবর অনুযায়ী, ডিক্সভিল নচে একমাত্র ভোটকেন্দ্রটিতে ছয়জন নিবন্ধিত ভোটার রয়েছেন। ভোটের ফলাফল জানা যায় খুব দ্রুত। ট্রাম্প ও কমলা হ্যারিস প্রত্যেকে তিনটি ভোট পেয়েছেন।

এটি ২০২০ সালের নির্বাচনের পর প্রথমবারের মতো এখানে এধরনের সমান ভোট পড়ল। ২০২০ সালে এ ছোট গ্রামে সকল ভোটার জো বাইডেনকে ভোট দিয়েছিলেন। ১৯৬০ সাল থেকে এখানে এ ঐতিহ্য অব্যাহত রয়েছে।

এ ছাড়া ডিক্সভিল নচের নির্বাচনী আইন অনুযায়ী এখানে ভোটগ্রহণ শুরু হয় মধ্যরাতে। কারণ গ্রামটির জনসংখ্যা ১০০-এর নিচে। ভোটগ্রহণ শেষ হলেই ফলাফল প্রকাশ করা হয়।

বিশ্লেষকরা বলছেন, ছোট এ গ্রামেও ট্রাম্প ও কমলার মধ্যে তীব্র প্রতিযোগিতা মার্কিন নির্বাচনের উত্তেজনা ফুটিয়ে তুলছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়