ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি
রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক পুনঃস্থাপনের নতুন সুযোগ তৈরি হয়েছে। এ মন্তব্য করেছেন রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান কিরিল দিমিত্রিয়েভ। বুধবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিজয় ঘোষণার পর এ মন্তব্য করেছেন তিনি।
২০২২ সালে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জড়িত হওয়ার পর থেকে দুই দেশের সম্পর্ক তীব্র অবনতির দিকে চলে যায়। স্নায়ুযুদ্ধের পরবর্তী সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে এ সম্পর্ক। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বেড়েছে।
দিমিত্রিয়েভ বলেন, নির্বাচনে ব্যাপক মিথ্যাচারের পরও ট্রাম্পের দল জয় লাভ করেছে। এতে যুক্তরাষ্ট্রের জনগণের অসন্তুষ্টি। বাইডেন প্রশাসনের প্রতি বিরাগের ইঙ্গিত দেয়। আশাকরি ট্রাম্পের বিজয় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনঃস্থাপনে নতুন সুযোগ সৃষ্টি করবে।
ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমালা হ্যারিসকে ডোনাল্ড ট্রাম্প হারিয়েছেন বলে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এর পরপরই ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভাষণে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের বিজয় ঘোষণা করেছেন তিনি। এ বিজয়কে হোয়াইট হাউস ছাড়ার চার বছর পর ঐতিহাসিক রাজনৈতিক প্রত্যাবর্তন বলে অভিহিত করেছেন ট্রাম্প।
এর আগে, ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মস্কোর সাথে ওয়াশিংটনের সম্পর্ক পুনঃস্থাপনের প্রস্তাব দিয়েছিলেন। পুনঃস্থাপনের প্রস্তাব সত্ত্বেও সে সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সম্পর্কে আরও অবনিত ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম এপি বলছে, নির্বাচনে জয়ের জন্য ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে ২৭০টির প্রয়োজন হলেও ডোনাল্ড এখন পর্যন্ত ২৬৭টি ভোট পেয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমালা হ্যারিস পেয়েছেন ২২৪টি ভোট।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।