মার্কিন নির্বাচনে ৫ বাংলাদেশির জয়। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচনে পাঁচ বাংলাদেশি আমেরিকান জয় পেয়েছেন। বুধবার (৬ নভেম্বর) দেশটির বেসরকারি নির্বাচনী ফলাফলে তাদের বিজয়ী ঘোষণা করা হয়। এদের মধ্যে একজন টানা পাঁচ বার ও আরেক জন ছয়বার নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনের বিভিন্ন পর্যায়ে অংশ নিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত বেশ কয়েকজন আমেরিকান। এদের মধ্যে কয়েকজন নির্বাচিত হয়েছেন।
একুশে পদকপ্রাপ্ত লেখক ও বীর মুক্তিযোদ্ধা নূরুন নবী নিউজার্সি অঙ্গরাজ্যের প্লেইন্সবরো টাউনশিপ থেকে পঞ্চমবারের মতো কাউন্সিলম্যান নির্বাচিত হয়েছেন। ২০০৭ সালে তিনি প্রথম নির্বাচিত হন। এরপর টানা ১৪ বছর ধরে এ পদে দায়িত্ব পালন করে রেকর্ড গড়েছেন।
রেকর্ড ষষ্ঠবারের মতো যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের আইনসভার সদস্য নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী আবুল বি খান।
জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৫ থেকে চতুর্থবারের মতো বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন শেখ রহমান। বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান জর্জিয়ায় প্রথম মুসলিম ও এশিয়ান স্টেট সিনেটর।
একই রাজ্যে স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৭ থেকে প্রথম মুসলিম নারী হিসেবে সিনেটর নির্বাচিত হয়েছেন নাবিলা ইসলাম। ২৭ বছর বয়সি নাবিলা দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন। কানেকটিকা অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-৪–এ দ্বিতীয়বারের মতো স্টেট সিনেটর হিসেবে বিজয়ী হয়েছেন মাসুদুর রহমান। তিনি দুই বছরের জন্য এ দায়িত্ব পেয়েছেন।
এছাড়াও পেনসিলভানিয়া, মিশিগান, নিউ জার্সিসহ অন্যান্য অঙ্গরাজ্যে বেশ কয়েকজন বাংলাদেশি-আমেরিকান কাউন্টি ও অন্যান্য পর্যায়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে অনেকের ফলাফল এখনো জানা যায়নি।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।