Apan Desh | আপন দেশ

মণিপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত ১০

আন্তজাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৩, ১১ নভেম্বর ২০২৪

মণিপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত ১০

মণিপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত ১০। ছবি: সংগৃহীত

ভারতের মণিপুরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ (সিআরপিএফ) সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ১০ জন নিহত হয়েছে। 

সোমবার (১১ নভেম্বর) মণিপুরের জিরিবাম জেলায় এ ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সোমবার দুপুরের দিকে সন্দেহভাজন জঙ্গিরা সিআরপিএফ ক্যাম্পে হামলা চালালে সিআরপিএফ সদস্যরা পাল্টা হামলা চালান। এতে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও সূত্র জানিয়েছে।  

বন্দুকযুদ্ধে একজন সিআরপিএফ জওয়ানও আহত হয়েছেন। তাকে বিমানে করে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গত বছরের মে থেকে মণিপুরের ইম্ফল ভিত্তিক মেইতে গোষ্ঠী এবং পাশের পাহাড়ে বসবাসরত কুকিদের মধ্যে জাতিগত সহিংসতায় ২০০ জনেরও বেশি নিহত এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছেন।
 
এদিকে, সশস্ত্র জঙ্গিরা বড়বেকরা এলাকার বেশ কয়েকটি দোকান ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ করেছে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে।
 
এর আগে সোমবার সকালে, জঙ্গিরা কাছের একটি পাহাড়ের চূড়া থেকে গুলি চালালে সেখানকার মাঠে কাজ করা এক কৃষক জখম হন। তাকেও হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। 

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়